ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে রাষ্ট্রদূতের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুন ৮, ২০১৫
আমিরাতে রাষ্ট্রদূতের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়

আবুধাবি: স্থানীয় বিভিন্ন মিডিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান।

সম্প্রতি দেশটির রাজধানী আবুধাবিতে দূতাবাসের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



দেশের হারোনো ইমেজ ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করে রাষ্ট্রদূত বলেন, স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে দেশের ইমেজের সঙ্কট সৃষ্টি করে বিভিন্ন সময় সংবাদ প্রচার করা হচ্ছে। তাই আমাদের দেশের মিডিয়াগুলোকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।

মত বিনিময় সভায় দূতাবাসের রাজনৈতিক সচিব শাহাদাৎ হোসেন ও শ্রম সচিব আরমান উল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ