ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বাংলা নববর্ষ উৎসব

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
আমিরাতে বাংলা নববর্ষ উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি বাংলাদেশ ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে দেশীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
 
শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ মহিলা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান।

 

উৎসবে সভানেত্রী জাকিয়া হাসনাত এমরানের সভাপতিত্বে উৎসবে থরে থরে সাজানো হয় হরেক রকমের পিঠা।

এরপর মহিলা সমিতির সদস্যদের অংশগ্রহণে পপি রহমান ও আনজুম আরা শিল্পীর যৌথ পরিচালনায় মঞ্চায়িত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবীণদের যেমন খুশি তেমন সাজ বাড়তি আনন্দ দেয় উৎসবে আগত দর্শকদের।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ