ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বিএনপির আলোচনা সভা

দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
আমিরাতে বিএনপির আলোচনা সভা

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে আজমান বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৯ ডিসেম্বর) আজমান হামিদিয়া পার্কে এ আলোচনা সভার ‍আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।

আজমান বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছোলাইমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহীন।  

বিশেষ অতিথি ছিলেন, আমিরাত বিএনপির প্রধান উপদেষ্টা শরাফত আলী, উপদেষ্টা প্রকৌশলী আব্দুচ্ছালাম খান, দুবাই বিএনপি সভাপতি নূরুল আলম, আরব আমিরাত যুবদল সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আরব আমিরাত শ্রমিক দল সভাপতি প্রকৌশলী মাহে আলম, আরব আমিরাত বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, আরব আমিরাত যুব দল সাধারণ সম্পাদক মো. শামীম, সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল লতিফ, দুবাই বিএনপি সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটু, আরব আমিরাত শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক আমজাদ, আজমান বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েদ ভূঁইয়া,  আরব আমিরাত তরুণ প্রজন্ম দল সভাপতি এম শামছুর রহমান সোহেল, আজমান তরুণ প্রজন্ম দল সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক আলমগীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ