ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আবুধাবি প্রবাসীদের বিজয় দিবস উদযাপন

দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
আবুধাবি প্রবাসীদের বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল নাহাদা আল আসকারিয়া প্রবাসীরা মহান বিজয় দিবস উদযাপন করেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় আল নাহাদা পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আকবর।

কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুপম ধরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী মিলন কান্তি ধর। বক্তব্য রাখেন 
আসাদ উল্লাহ মিটু, মোহাম্মদ মফিজুল ইসলাম, সোহেল রানা, আবদুল হামিদ, মোহাম্মদ হাসান, নুরুল ইসলাম, মৃদুল কান্তি দে প্রমুখ

বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ গঠন এবং প্রবাসে দেশের ভাবর্মূতি উজ্জ্বল করতে একযোগে কাজ করার আহবান জানান আল নাহাদা আল আসকারিয়া প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ