ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আরব-আমিরাত

আমিরাতে ফজিলাতুন্নেছা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
আমিরাতে ফজিলাতুন্নেছা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ফজিলাতুন্নেছা মুজিব

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি আবুধাবির আল ওয়াসেল হোটেলে এরশাদুল হক এরশাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ছালেহ।



সৈয়দ মোহাম্মদ মনজুরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ বেলায়েত হোসাইন হিরো, জসীম উদ্দিন খান, কে এম আনিসুর রহমান মনজু, মোহাম্মদ ওসমান গণি বাবুল, আজিজুর রহমান চৌধুরীসহ অন্যরা।

সভায় প্রধান অতিথি সংগঠনের নাম ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ’ উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এরশাদুল হক এরশাদকে আহ্বায়ক ও কে এম আনিসুর রহমান মনজুকে সদস্য সচিব করে সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

মোহাম্মদ ছালেহ আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ