ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

কৃষি

নওগাঁয় আম সংগ্রহ শুরু ২৫ মে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মে ১০, ২০২২
নওগাঁয় আম সংগ্রহ শুরু ২৫ মে 

নওগাঁ: নওগাঁ জেলায় ২৫ মে থেকে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছে জেলা প্রশাসন।  

মঙ্গলবার (১০ মে) এক সভা শেষে আমের জাত অনুযায়ী সংগ্রহের তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

 

তালিকা অনুযায়ী, ২৫ মে গুটি জাতের আম, ৩০ মে গোপালভোগ, ৫ জুন খিসরাপাত/হিমসাগর, ৮ জুন নাক ফজলি, ১২ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ২২ জুন ফজলি, ২৫ জুন আম্রপালি ও ১০ জুলাই আর্শিনা বারিফোর গৌড়মতি সংগ্রহ করা যাবে।  

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল ওয়াদুদ জানান, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সভায় আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। তারিখ অনুযায়ী আম সংগ্রহ করতে জেলাজুড়ে ব্যাপক প্রচারণা চালানো হবে। মূলত কেউ যাতে অতিমুনাফার লোভে কেমিক্যাল দিয়ে কাঁচা আম পাকিয়ে বিক্রি করতে না পারে, সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, আম চাষি, আম ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ১০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।