ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

কৃষি

বাগেরহাটে সরকারিভাবে আমন ধান সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
বাগেরহাটে সরকারিভাবে আমন ধান সংগ্রহ শুরু

বাগেরহাট: সরাসরি কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান কেনার মাধ্যমে বাগেরহাটে আমন ধান ক্রয় সংগ্রহ কার্যক্রম শুর করেছে সরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদে (ইউপি) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ।

এসময় বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল্লুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, ধান বিক্রি করতে আসা প্রান্তিক চাষিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডিসি মো. মামুনুর রশীদ বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের সুবিধা দিতে সরকার স্থানীয় বাজার দরের থেকে বেশি মূল্যে ধান ক্রয় করছে। কৃষকরা সরাসরি খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করবে। এই ধান ক্রয় ও বিক্রয়ে কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নিলে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০ এর আওতায় ০১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি, ২০২০ পর্যন্ত বাগেরহাট জেলার নয়টি উপজেলা থেকে মোট ছয় হাজার ৫২৯ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করবে বাগেরহাট জেলা খাদ্য বিভাগ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।