ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

কৃষি

নাটোরে ৪৫০০ মেট্রিক টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
নাটোরে ৪৫০০ মেট্রিক টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরে চলতি বছরে সাড়ে চার হাজার মেট্রিক টন আমন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে শহরের বড়গাছা এলএসডি গোডাউনে আমন চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় উপস্থিত ছিলেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সামসুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদসহ সরকারি কর্মকর্তা ও ডিলাররা।

জেলা খাদ্য অধিদফতরের নিয়ন্ত্রক মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এবার ৩৯ টাকা দরে চাল সংগ্রহ করা হবে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলায় ৪ হাজার ৫০০ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।