ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

কৃষি

নীলফামারীতে আগাম আমন ধানের নমুনা শস্য কর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
নীলফামারীতে আগাম আমন ধানের নমুনা শস্য কর্তন

নীলফামারী: নীলফামারীতে ‘ব্রি ধান-৭৫’ জাতের আগাম আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। এ জাতের ধানে বিঘা প্রতি ফলন পাওয়া যায় ১৬.৫ মণ (৫.০ টন/হেক্টর)।


মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরের দিকে জেলা সদর উপজেলায় কুন্দপুকুর ইউনিয়নের কুন্দপুকুর ব্লকে আনুষ্ঠানিকভাবে এ নমুনা শস্য কর্তন করা হয়।  

সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু তালেব, মো. রশিদুল ইসলাম ও হাসনাত জাহান।  

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম জানান, এ বছর সদর উপজেলায় রোপা আমন ধান চাষ হয়েছে ২৮ হাজার ২০৭ হেক্টর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৯০৫ মেট্রিক টন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।