[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৫ আশ্বিন ১৪২৫, ২০ সেপ্টেম্বর ২০১৮
bangla news

শিক্ষাযোগ শুভ ধনুর, নতুন সুযোগ বৃষের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০৬ ১:৩১:২৭ পিএম
আজ কেমন যাবে

আজ কেমন যাবে

আজ কেমন যাবে
তারিখ: ০৭/০৩/২০১৮

..মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রেমের পথে বাধা আসতে পারে। কিন্তু পিছিয়ে না এলে সাফল্য আসবে। কর্মে উন্নতির সুযোগ। তবে সহকর্মীদের কাছ থেকে বাধা আসতে পারে। শিক্ষাযোগ শুভ। ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। আর্থিকযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

..বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
ব্যবসায় একাধিক ব্যক্তির মতামতের ফলে সমস্যার সৃষ্টি হতে পারে। শিক্ষা নিয়ে নতুন সুযোগ লাভের সম্ভাবনা। প্রেমযোগ শুভ। পরিবারের কারো শারীরিক সমস্যা আপনাকে চিন্তিত রাখবে। 

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

...মিথুন: (২২মে – ২১ জুন) 
দাম্পত্য সমস্যায় আত্মীয়দের প্রবেশের ফলে আরও জটিল হতে পারে। কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সঙ্গে ব্যক্তিগত বিষয় আলোচনা করবেন না। প্রেমের ক্ষেত্রে বাধা আছে। আর্থিক দিক থেকে শুভফল লাভ হতে পারে। শিক্ষাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

...কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
কর্মক্ষেত্রে কোনো রকম প্ররোচণায় পা দেবেন না। কেউ কোনো বিষয়ে জানলে তার যুক্তিগ্রাহ্যতা দেখে নিন। প্রেমের জন্য শুভ। পরিবারে আনন্দের যোগ। 

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

...সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
শারীরিক সমস্যার সমাধান হবে। পরিবারে আনন্দের খবর আসতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ। বিনোদনের সুযোগ আছে। কর্মক্ষেত্রে শুভযোগ। ব্যবসার সমস্যা দূর হবে। আর্থিকযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬ 

..কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
মনের ভিতর জমে থাকা রাগ-অভিমান প্রেমের ক্ষেত্রে সমস্যা হাজির করতে পারে। দাম্পত্য জীবনের সমস্যা মেটার ইঙ্গিত আছে। কর্মে উন্নতির যোগ। শিক্ষাযোগ শুভ। 

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

..তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসায় উন্নতি। কাজ শুরুর করলে সফলতা পাবেন। কর্মে উন্নতি। পরীক্ষায় সফলতার যোগ। অর্থ নিয়ে সমস্যার সমাধান হবে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯ 

...বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
পরিবার ও প্রেম- এই দু’দিক সমানভাবে বজায় রাখতে গিয়ে সমস্যা পড়বেন কর্মে উন্নতির যোগ। পাওনা অর্থ নিয়ে বিবাদের সম্ভাবনা। 

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

...ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
কর্মক্ষেত্রে গোপন শত্রুতার যোগ আছে। পরিবারে কোনো আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। শিক্ষাযোগ শুভ। বন্ধুদের সঙ্গে বিনোদনের সম্ভাবনা। ব্যবসায় উন্নতির যোগ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

...মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেমের ক্ষেত্রে নিজের মতকে প্রাধান্য দিতে গিয়ে সমস্যা বাড়তে পারে। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় আর্থিক বিষয় নিয়ে সমস্যার যোগ। 

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

...কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রেমের ক্ষেত্রে শুভ। নতুন বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। দাম্পত্য সুখ। কর্মে উন্নতি। ব্যবসায় লাভ। শিক্ষা শুভ। পথে আঘাতের যোগ। যাত্রাযোগে বাধা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

...মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
কর্মে শুভখবর আসতে পারে। তবে কোনো বন্ধুর কাজ-কর্ম আপনাকে চিন্তিত করতে পারে। ব্যবসায় উন্নতি। আর্থিকযোগ শুভ। নতুন বন্ধু লাভ। নতুন প্রেমের সম্ভাবনা। 

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাশিফল বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa