[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৫ আশ্বিন ১৪২৫, ২০ সেপ্টেম্বর ২০১৮
bangla news

রাগকে নিয়ন্ত্রণ করুন কন্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০৩ ১:১৪:২৬ পিএম
আজ কেমন যাবে

আজ কেমন যাবে

আজ কেমন যাবে
তারিখ- ০৪/০৩/২০১৮

..মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আর্থিক বিষয় নিয়ে সমস্যা পরিবারের প্রভাব বিস্তার করতে পারে। প্রেম নিয়ে মানসিক টানাপড়েন চলবে। শিক্ষা নিয়ে সমস্যার যোগ আছে। কর্মক্ষেত্রে শুভ যোগ আছে। যাত্রা যোগ শুভ।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

..বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
কর্মক্ষেত্রে কারো সঙ্গে পারিবারিক সমস্যা আলোচনা করবেন না। প্রেম নিয়ে বন্ধুদের সাথে আলোচনা না করাই ভালো। শিক্ষায় শুভ যোগ। বিদেশ যাত্রায় সমস্যার যোগ আছে। 
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

...মিথুন: (২২মে – ২১ জুন) 
হাড়ের ব্যথা বাড়তে পারে। হাঁটু, কোমর এইসব জায়গায় সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি। ছাত্রদের ক্ষেত্রে শিক্ষা যোগ শুভ। প্রেম যোগে বাধা আছে। 
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

...কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
কর্মক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হতে হবে। শিক্ষায় নতুন সম্ভাবনা সামনে আসতে পারে। প্রেম নিয়ে সমস্যার সমাধানের সম্ভাবনা। পথে চলাফেরার সময় সাবধানতা দরকার। যাত্রা যোগে বাধা।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

...সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। শিক্ষায় শুভ যোগ, প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। 
শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩ 

..কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
রাগকে নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যার সৃষ্টি হবে। হতাশাকে মনে জায়গা দিলে সেটি আরও বাড়তে থাকবে। একাধিক বার চেষ্টার পরে কর্মে সাফল্যের ইঙ্গিত রয়েছে। প্রেম শুভ।
শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯১

..তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
সমস্যার সমাধান নিয়ে হাজির হতে পারে প্রিয় বন্ধু। প্রেমের সম্পর্কে শুভ যোগ আছে। 

...বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
প্রেমের সম্পর্কের মধ্যে বাধা হতে পারে তৃতীয় কোনো ব্যক্তি। কর্মে মনোযোগ বৃদ্ধি করা দরকার। যাত্রা যোগ শুভ।
শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ২২

...ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষায় বাধা দেখা যাচ্ছে। যাত্রা যোগে শুভ ফল আছে। আর্থিক বিষয়ে নিয়ে সমস্যা দেখা দিতে পারে। 
শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৪১

...মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কর্মক্ষেত্রে উন্নতির যোগ। তবে সহকর্মীদের দিক থেকে সমস্যা আসতে পারে। প্রেমে সফলতা। ব্যবসায়ে উন্নতির যোগ আছে। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান। শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

...কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আজকের দিনে বিনোদনে সমস্যা বাড়তে পারে। তবে ব্যক্তিগত সমস্যার ফলে মানসিক অস্থিরতা থাকবে। প্রেম যোগ শুভ। যাত্রায় শুভ ফল লাভ।
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

...মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
আপনার আলস্যের ফলে সুযোগ হারাতে পারেন। চেষ্টা করলে কাজে সফলতা পাবেন। শিক্ষা নিয়ে সমায়ের যোগ আছে। যাত্রা যোগে শুভ ফল। আর্থিক লাভের ইঙ্গিত। প্রেম যোগ নিয়ে সমস্যা।
শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ২১


বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাশিফল বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa