ঢাকা, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

কুম্ভের নতুন সঙ্গী লাভ, মিথুনের শত্রুর ভয়

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
কুম্ভের নতুন সঙ্গী লাভ, মিথুনের শত্রুর ভয় রাশি (প্রতীকী)

আজ কেমন যাবে
তারিখ- ২১/০৯/২০১৭

.মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আপনজনের সঙ্গে বিবাদ সাময়িক বিচ্ছেদের সম্ভাবনা। ব্যবসার দিক দিয়ে দিনটি ভালো।

কোনো প্রকার সম্পত্তি কেনার পরিকল্পনা বাস্তব হতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪১

.বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
সমাজের কোনো কাজে ব্যস্ত হতে হবে। পরিবারে কারও জন্য ডাক্তারের খরচ বাড়বে। বাবার মতের অমিল হতে পারে। প্রেমযোগ শুভ।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩৪

.মিথুন: (২২মে – ২১ জুন) 
শত্রুর ভয় বাড়তে পারে। অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় কম হবে। শরীরের দিকে নজর দিন। প্রেমযোগ শুভ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

.কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
ব্যবসায় ভালো ফলের আশা করতে পারেন। খরচ বৃদ্ধির জন্য সঞ্চয় কম হবে, মহাজন নিয়ে কোনো প্রকার ঝামেলা হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৬

.সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
কোনো লোকের কাছে অপমাণিত হতে পারেন। সন্তানের ব্যাপারে একটু চাপ বাড়বে, কোথাও উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি হতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬ 

.কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
কোনো এক সময় সামাজিক কারণে সম্মান বাড়বে। যানবাহন কেনার সময় আসছে। ব্যবসায় বেশি বিনিয়োগ করা ভালো হবে না। বন্ধুদের কাছে আলোচনার পাত্র হবেন। প্রেমযোগ শুভ।  

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬৬

.তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
যারা চাকরি  করেন তাদের সাফল্যের সময় কাজে লাগান। সম্পত্তি নিয়ে কোন প্রকার অশান্তিতে যাবেন না। প্রেম যোগ মিশ্র। প্রেম যোগ শুভ। বিনোদনের যোগ আছে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯২ 

.বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
কর্মে অনীহার জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে। মা-বাবার সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। ব্যবসার জন্য ধার বাড়তে পারে। প্রেমযোগ শুভ।  

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

.ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
অপরের বুদ্ধিতে অর্থ বিনিয়োগ করলে খারাপ হবে। সংসারের কোনো কষ্ট মনকে উদাসীন করবে। কোনো উঁচু দরের লোকের সঙ্গে পরিচয় বাড়বে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৯৬

.মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কোনো নিজের লোকের সঙ্গে অশান্তি হতে পারে। কর্মস্থানে কোনো উচ্চপদস্থ লোকের সাহায্য পাবেন। সন্তানের লেখাপড়ায় ফল ভালো না হওয়ার জন্য মনের চাপ আসতে পারে। প্রেমযোগ মিশ্র।  

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩৫

.কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
সংসারে সময় না দেওয়ার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি। নতুন সঙ্গী লাভের আনন্দ। পড়াশুনায় মনোযোগ দিন। নতুন কর্মে পা বাড়ানোর আগে চিন্তা করুন। প্রেমযোগ শুভ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯১

.মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
অনিয়মের জন্য শরীরের চাপ বাড়তে পারে। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও খরচ বাড়বে। মধ্যভাগে অপর ব্যক্তিকে নিয়ে সংসারে অশান্তি বাড়তে পারে। চাকরির স্থানে নিজের প্রভাব বাড়বে। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।