ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

মিথুনের নতুন কর্মের খবর, বৃশ্চিক নিজের মতো চলুন

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
মিথুনের নতুন কর্মের খবর, বৃশ্চিক নিজের মতো চলুন রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ০৮/০৯/২০১৭

মেষ

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
বিদ্যার্থীরা পড়াশোনা নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকবেন। মানসিক শান্তির আশায় ধ্যান করুন।

যাত্রাযোগে শুভ ফল লাভ। প্রেমযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা 

বৃষ

মিথুন: (২২ মে – ২১ জুন) 
কর্মপ্রার্থীরা কর্মলাভ বা নতুন কোনও কর্মের খবর পেতে পারেন। ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সফলতা পাবেন। প্রেমযোগ শুভ। আর্থিক উন্নতির যোগ আছে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১০

মিথুন

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
ভালোলাগা কোনও কাজকে পেশা হিসাবে বেছে নিতে পারেন। পরিশ্রমসাধ্য কোনও কর্মে দেরিতে হলেও শ্রমের স্বীকৃতি মিলবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় প্রেমের প্রস্তাব পর্যন্ত গড়াতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

কর্কট

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। আনন্দের আবহের মধ্যেও আপনার মনে কোন অশান্তি বারবার আপনাকে উত্যক্ত করতে পারে। ভ্রমণের যোগ আছে।

শুভ রং : কালো, শুভ সংখ্যা : ৭ 

সিংহ

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
অভিমান আপনার জীবনে সমস্যা ডেকে আনতে পারে। প্রেমের সম্পর্কে অভিমান যতটা দূরে রাখা যায় ততই মঙ্গল। আর্থিক যোগ শুভ।  

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৬

কন্যা

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
ভালো খবরে মন আনন্দিত হবে, আবার খারাপ খবরে মনে জন্ম নেবে হতাশা। ভালো আর মন্দের মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে আপনার চলার রাস্তা। প্রেম ও দাম্পত্যে শুভ যোগ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা : ১০ 

তুলা

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
মন খুলে কথা বলার ফলে মন কিছুটা হালকা হবে। কে কি ভাবলো না ভেবে নিজের মতো চলার চেষ্টা করুন। প্রেমযোগ শুভ। বাড়তি খরচের যোগ আছে।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৮

বৃশ্চিক

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
ভুলে যাওয়ার সমস্যা আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। পারিবারিক যোগাযোগের ফলে নতুন সম্ভাবনা শুরু হবে। প্রেমযোগে বাধা আছে।

শুভ রং :নীল,  শুভ সংখ্যা : ২০

ধনু

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
ভুলে যাওয়ার সমস্যা আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। পারিবারিক যোগাযোগের ফলে নতুন সম্ভাবনা শুরু হবে। প্রেমযোগে বাধা আছে।

শুভ রং :নীল,  শুভ সংখ্যা : ২০

মকর

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রিয় মানুষ থেকে মনে আঘাত পেতে পারেন। কল্পনার সঙ্গে বাস্তবকে কখনই মিলিয়ে ফেলবেন না। প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের মতামতে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪

কুম্ভ

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
মনমালিন্য থেকে প্রেমের সম্পর্কে জন্ম নিতে পারে দূরত্ব। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১

মীন

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
ব্যবসা নিয়ে কোন বন্ধুকে মন খুলে কথা বলার ফল উল্টো হতে পারে। প্রেমের ক্ষেত্রেও আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। পরিবারের দিকে নজর দিন। আর্থিক যোগ শুভ।  

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ১৪

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।