ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

রাশিফল

বিতর্ক এড়ান সিংহ, বৃষের মানসিক চাপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
বিতর্ক এড়ান সিংহ, বৃষের মানসিক চাপ রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ০২/০৮/২০১৭

মেষমেষ: এরিস (২১ মার্চ – ২০ এপ্রিল)  
ধার্মিক কোনো মানুষ আপনার মানসিক অবস্থা ভালো করতে উৎসাহিত করবে। পাওনাগুলি পুনরুদ্ধার করা যাবে।

মনের মানুষের খামখেয়ালি ব্যবহার প্রেম নষ্ট করবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা।  

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষবৃষ: টরাস (২১ এপ্রিল – ২১ মে) 
অন্যদের জবরদস্তি করবেন না। বিবাহিত জীবনের মধ্যে কিছু সমস্যা আসতে পারে। কাজের চাপে মানসিক সমস্যা। আর্থিক উন্নতির যোগ আছে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুনমিথুন: জেমিনি (২২মে – ২১ জুন) 
বন্ধুদের সাহায্য আর্থিক ঝঞ্ঝাট সহজ হবে। ভবিষ্যৎ গড়ায় মনোযোগী হন। সন্তানকে নিয়ে চিন্তা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কটকর্কট: ক্যানসার (২২ জুন – ২২ জুলাই) 
ভালোবাসার মানুষটির সঙ্গে আপনার ব্যক্তিগত ও গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয়। কর্মক্ষেত্রে কিছু জিনিস রহস্যময় মনে হতে পারে। সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে বলে মনে হবে। তবে এটা দ্রুত কেটে যাবে।  

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহসিংহ: লিও (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
বিতর্ক ও মুখোমুখি সংঘাত এড়িয়ে চলুন। প্রিয়জনের আচরণের প্রতি অত্যন্ত সংবেদনশীল হতে হবে। মেজাজ ধরে রাখুন এবং দায়িত্বজ্ঞানহীনভাবে কিছু করা থেকে বিরত থাকুন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২ 

কন্যাকন্যা: ভার্গো (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
এমন মানুষদের সঙ্গে বন্ধুত্ব করুন যারা সৃষ্টিশীল ও আপনার অনুরূপ ধারণা পোষণ করেন। একটি উত্তপ্ত তর্কের পরে দাম্পত্য জীবনে আসবে কিছুটা সুন্দর সময়। প্রেমযোগ শুভ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

তুলাতুলা: লিব্রা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে। প্রেমের সম্পর্কে গুরুত্বপূর্ণ বাঁক আসতে চলেছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। কর্মজীবন খুব বিরক্তিকর মনে হতে পারে।  

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১

বৃশ্চিকবৃশ্চিক: স্করপিও (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
পরিবারের প্রেম নিয়ে সমস্যা। বন্ধুদের সাহায্য। সন্তানকে নিয়ে পরিবারে সমস্যা। শিক্ষায় বাধা। বিদেশযাত্রা বাধা। কর্মে উন্নতি। ব্যবসায় শুভ যোগ। যাত্রাযোগে ভোগান্তি।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৮

ধনুধনু: স্যাজিটেরিয়াস (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে খুব বেশি চাহিদা দেখতে পাবেন। বেশি অঙ্গীকার বদ্ধ হবেন না। অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করবেন না। প্রেমযোগ শুভ। শারীরিক সমস্যা।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪

মকরমকর: কেপ্রিকর্ন (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
দীর্ঘ বা স্থায়ী লগ্নি এড়িয়ে চলুন। দূরভ্রমণে ভালো বন্ধুর সঙ্গে কিছু সুখপ্রদ স্মৃতি কাটাবেন। মানসিক উৎফুল্ল। প্রেমের ক্ষেত্রে শুভ যোগ বর্তমান। যাত্রাযোগে বিভ্রান্তি।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কুম্ভকুম্ভ: অ্যাকোরিয়াস (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
বন্ধুরা আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সদুপদেশ দেবে। এমন ব্যক্তির সঙ্গে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে। যা আপনি বলতে চান না পরিবারে সেই বিষয়ে বলার জন্য জোর করা হতে পারে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

মীনমীন: পাইসেস (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
বিনোদনের জন্য বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা। অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন। প্রেম নিয়েও সতর্ক থাকুন।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।