ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

রাশিফল

কুম্ভের শিক্ষায় সমস্যা, মিথুনের দাম্পত্য সমস্যার সমাধান

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
কুম্ভের শিক্ষায় সমস্যা, মিথুনের দাম্পত্য সমস্যার সমাধান রাশিফল/ প্রতীকী

আজ কেমন যাবে
তারিখ: ২৮/০৭/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
রাশিচক্রে আজ যান্ত্রিক বস্তু থেকে আঘাত পাওয়ার আশঙ্কা। প্রেমযোগে সমস্যা থাকবে।

আর্থিক দিক থেকে সমস্যার যোগ। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬২

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আপনার দেওয়া উপহার কাছের মানুষটি ফিরিয়ে দিতে পারে। প্রেম নিয়ে কোনো আত্মীয় আপনাকে অপদস্থ করতে পারে। কর্মক্ষেত্রে কাজের বিষয়ে সহকর্মীদের থেকে সমস্যা আসতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
শুভ খবরের যোগ। হঠাৎ করে পাওয়া কোনো শুভ ফল স্বপ্নের মতো হতে পারে। প্রেমযোগে শুভযোগ বর্তমান। দাম্পত্য সমস্যার সমাধান হবে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রিয় মানুষটির পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে ভিন্ন রূপ আপনার সামনে আসতে পারে। কোনো ঘটনায় মানসিক আঘাতের যোগ। শিক্ষা নিয়ে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে বাধা।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
আপনার কাজ করে দেবে বলে ভরসা দিলেও শেষ পর্যন্ত আপনার কাজ না করার সম্ভাবনা আছে কোনো বন্ধুর। প্রেমের ক্ষেত্রে কোনো বন্ধুর তরফে বাধা আসতে পারে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
আপনাকে দিয়ে কোনো কাজ করিয়ে নিয়ে নিজের নামে চালাবে আপনারই কোনো আত্মীয়। কর্মক্ষেত্রেও আপনার কাজ অন্য কোনো সহকর্মী নিজের বলে প্রচার করতে পারে। প্রেমের ক্ষেত্রে সমস্যা সমাধান হবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
নিজের জন্য সাহায্য চাইতে গেলে কাছের বন্ধুর থেকে হতাশ হবেন। প্রেমযোগ শুভ। কর্মক্ষেত্রে শুভযোগ বর্তমান।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৫১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অন্যের মন রাখতে গিয়ে পছন্দের বিষয়টি আড়ালে চলে যেতে পারে। মনের কথা প্রকাশ না করতে পারলে সমস্যা বাড়বে। প্রেমের ক্ষেত্রে দুই পরিবারের আর্থিক ক্ষমতার পার্থক্য সমস্যা সৃষ্টি করতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বন্ধুদের মধ্যে মজা হাসির মধ্যেই কোনো ঝগড়া বা অশান্তির জন্ম হতে পারে। প্রেম নিয়ে বন্ধুদের সঙ্গে দূরত্বের সম্ভাবনা। কর্মক্ষেত্রে যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪১

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেমের প্রস্তাবে সফলতা পাবেন। তবে প্রেমের ক্ষেত্রে সাময়িক সমস্যা থাকতে পারে। অতিরিক্ত উৎসাহে কাজ পণ্ড হওয়া যোগ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আপনাকে ইচ্ছে করে কেউ ঠকাতে পারে। প্রেম নিয়ে সমস্যার মধ্যে আশার আলো পাবেন। শিক্ষায় সমস্যার যোগ। আর্থিকক্ষেত্রে লাভের যোগ আছে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কাজের মধ্যে কোনো দায়িত্ব ভুলে যাওয়ার ফলে পারিবারিক সমস্যা হতে পারে। কনিষ্ঠদের নিয়ে সমস্যা কমবে। বিদেশ থেকে ব্যবসার সুযোগ আসবে। প্রেমযোগে বাধা।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।