ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মেষের নতুন চেষ্টায় সাফল্য, বৃষের কাজের প্রশংসা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ২১, ২০১৭
মেষের নতুন চেষ্টায় সাফল্য, বৃষের কাজের প্রশংসা রাশিফল/ প্রতীকী

আজ কেমন যাবে

তারিখ- ২২/০৫/২০১৭

মীন মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
নতুন চেষ্টা থেকে সাফল্য আসবে। কোনো কিছু কেনার ইচ্ছা ও চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ করুন।

মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। সবার সঙ্গে নম্র ব্যবহার বজায় রাখুন। প্রেম নিয়ে সতর্কভাবে পা ফেলুন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে প্রেমের কারণে মতভেদ হতে পারে। ব্যবসা ও জীবিকা ক্ষেত্রে প্রচুর লাভের আশা রাখতে পারেন। নতুন সম্পর্ক তৈরি হতে গিয়ে বাধার মুখে পড়বেন। সম্মান ও সামাজিক অবস্থানের বিশেষ উন্নতি হবে। কাজ প্রশংসিত হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৫

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
পরিবারের এই দিনটি উপভোগ করবেন। আর্থিক লাভ দিনটিকে আরও আনন্দমুখর করে তুলবে। প্রেমের সমস্যা সমাধানের ফলে অনেকটা হাসি-খুশি, সুস্থ ও হালকা বোধ করবেন। লক্ষ্য রাখুন সফলতা যেন অহংকারী করে না তোলে। যাত্রাযোগে বাধা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
অহেতুক কর্মব্যস্ততা ক্লান্ত, বিরক্ত ও বিধ্বস্ত করে তুলবে। শান্ত থাকুন। সময়ে বিশ্রাম করুন। কোনো কিছুতে হতাশ হবেন না। সফলতার জন্য চেষ্টা চালিয়ে যান। প্রেমের ক্ষেত্রে সঠিক সময়টির জন্য অপেক্ষা করুন। যাত্রা শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)
মাথা গরম হলে নিজেকে সেই পরিস্থিতি থেকে দূরে সরিয়ে নিন। সম্ভব হলে আজ সব কিছুতেই নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা করুন। মাথা ঠাণ্ডা রাখুন। চেষ্টা করলে মতানৈক্য, বিতর্ক ও বিরোধ এড়িয়ে চলতে পারবেন। প্রিয়জনদের সঙ্গে বাক-বিতণ্ডা এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
দিনটি আনন্দময় কথোপকথনে এই আনন্দ ও খুশি ধরা পড়বে। প্রেম এবং বন্ধুত্বের সম্পর্কগুলোর উন্নতি হবে এবং সেগুলো আরও সুদৃঢ় হবে। নতুন সম্পর্ক তৈরি করার জন্যও সময়টি ভালো। প্রিয়জন ও সহকর্মীদের সাহায্য পাবেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ১৫

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
কোনো বিষয়ে সুদৃঢ় সিদ্ধান্ত নেওয়া আজ কঠিন হবে। মনে থাকবে দোদুল্যমানতা। বিতর্ক এড়িয়ে চলুন। সকলের সঙ্গে নম্র ব্যবহার বজায় রাখুন। ইতিবাচক থাকুন, তবেই দিনটি সুস্থভাবে কাটবে। প্রেমের ক্ষেত্রে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। মানসিক শান্তি ফিরে পাবেন। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মানসিক শান্তি বোধ করবেন। দাম্পত্য সমস্যার সমাধান হবে। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারবেন। সৃজনশীল কাজকর্মের প্রতি ঝোঁক দেখা দেবে। মনের মানুষটির সঙ্গে কোনো রোমাঞ্চকর স্থানে ঘুরতে যাওয়ার জন্যও এটি ভালো সময়। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অস্বস্তিকর পরিস্থিতিতে কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। যে কোনো পরিস্থিতিতে মেজাজ নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করুন। কেউ কোনো কটূ কথা বললেও যতটা সম্ভব মুখ বুজে থাকুন। নয়তো বিরোধের সূত্রপাত হতে পারে। শরীরের যত্ন নিন। প্রেম যোগে শুভ ফল পেতে দেরি হবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ,  শুভ সংখ্যা : ২০

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আর্থিক উন্নতির যোগ আছে। নতুন জিনিস কেনাকাটায় প্রচুর খরচ করতে পারেন। খরচ হলেও এটি আপনাকে আনন্দ দেবে। পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। পরিবারে আনন্দমুখর পরিবেশ তৈরি হবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১২

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
অসাধারণ কাজের জন্য স্বীকৃতি পাবেন এবং সৃজনশীল ভাব প্রকাশ করতে পারবেন। যা অত্যন্ত আনন্দিত করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সামাজিক মর্যাদা বাড়বে। পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে বেড়াতে গিয়ে আনন্দিত হবেন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মন থাকবে চঞ্চল। কিছুটা বিভ্রান্ত থাকতে পারেন। এমন কিছু করে ফেলতে পারেন, যেটি প্রিয়জনদের সঙ্গে মনোমালিন্য তৈরি করতে পারে। কোনো ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন। নেতিবাচক চিন্তা ও অনুভূতিগুলি প্রেমের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। শুভ দিক দক্ষিণ-পশ্চিম।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।