ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সুসংবাদ তুলার, কন্যার প্রেমে অস্থিরতা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ২০, ২০১৭
সুসংবাদ তুলার, কন্যার প্রেমে অস্থিরতা আজকের রাশিফল

আজ কেমন যাবে

তারিখ: ২১/০৫/২০১৭

মীন মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

একঘেঁয়ে লাগলে দৈনন্দিন কর্মজীবন থেকে একটু বিরতি নিন। পরিবার ও বন্ধুদের নিয়ে আমোদ-প্রমোদের পরিকল্পনা করতে পারেন।

এ প্রচেষ্টায় প্রিয়জনরা খুশি হবেন। শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকবেন। প্রেমের সম্পর্ক আরও উন্নত হবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

ভুল করেও কোনো অনৈতিক কাজে জড়াতে যাবেন না। প্রিয়জনদের কাছে, বিশেষত নিজের কাছে সৎ থাকুন। আশপাশে যাই হোক না কেন, প্রেম নিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকুন। পরিবারের সদস্যরা গুরুতর সমস্যা এড়িয়ে যেতে সাহায্য করবে। খরচ নিয়ন্ত্রণের বাইরে গেলে আর্থিক সংকট দেখা দিতে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)

খারাপ সময়েও নিজেকে স্থির রাখুন। সফলতা আসবে। সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি প্রচুর পরিমাণে দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী এই সৃজনশীলতা ব্যবহার করবেন। কাজ যথেষ্ট উন্নতমানের হবে। প্রেম নিয়ে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

পরিশ্রমের ভালো ফল পাবেন। প্রেম বা বৈবাহিক জীবন সুখের হবে। যে কাজে হাত দেবেন, তা ভালোভাবে শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনেরা কাজে খুশি হবেন। বাবা অথবা পরিবারের কোনো গুরুজন থেকে লাভবান হবেন। যাত্রাযোগে বাধা।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ  সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 

ব্যবসায় লাভ করবেন। ঊর্ধ্বতনরা কাজে খুশি হবেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। যারা বিয়ে করতে ইচ্ছুক তারা মনের সঙ্গী খুঁজে পেতে পারেন। সন্তানদের থেকে উপকৃত হবেন। কোনো মনোরম স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যাত্রাযোগ মঙ্গলময়।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

কন্যা  কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 

প্রেম নিয়ে অধৈর্য ও অস্থিরতা সমস্যায় ফেলতে পারে। অন্যমনস্ক থাকায় দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। খরচ বাড়ার সম্ভাবনা। ব্যবসার অংশীদারের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে। বুঝেশুনে কথা বলুন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৫

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

ব্যবসার বিশেষ উন্নতি হবে। শারীরিক সুস্থতা বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে সাফল্য। আর্থিক লাভ নিশ্চিত। কিছু সুসংবাদও পেতে পারেন। ভ্রমণের পরিকল্পনাটি নির্ঝঞ্ঝাট হবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক  বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

দূরবর্তী স্থানের লোকজনের সঙ্গে যোগাযোগ ব্যবসার ক্ষেত্রে উপকার  করবে। প্রেম নিয়ে পরিবারের সদস্যদের সাহায্য, বিশেষ করে বন্ধুদের সাহায্য নিশ্চিত। চোখ ও দাঁতের সমস্যা থেকে মুক্তি পাবেন। সুন্দর ব্যবহারে অনেকের মন জিতে নেবেন। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

 

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

কোনো নতুন প্রকল্পে কাজ শুরুর জন্য দিনটি আদর্শ। বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে প্রেম নিয়ে মতানৈক্যের সম্ভাবনা। নিজের কাজে সন্তুষ্ট থাকবেন। আর্থিক উন্নতির যোগ। যাত্রাযোগে বাধা আসতে পারে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মকর  মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 

আজ যে কাজে হাত দেবেন, তাতে সেরাটা দিতে পারবেন। প্রেম নিয়ে আলোচনা ও বিতর্ক থেকে দূরে থাকুন। ভ্রমণের সম্ভাবনা। তবে সম্ভব হলে সেটি এড়িয়ে চলা উচিত। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ  কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 

নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব ও পরিচিতি হবে। চিন্তা করার ক্ষমতা উন্নত হবে। দিনটি অনুকূল হবে এবং সারাদিন আনন্দে থাকবেন। কাজ প্রশংসিত নাও হতে পারে। প্রেমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১ 

মীন  মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন। যেটি ভবিষ্যতে সাহায্য করবে। দিনটি আপনি বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে কাটাবেন এবং অভূতপূর্ব আনন্দ লাভ করবেন। প্রেমের সমস্যা থেকে মুক্তি পাবেন। আর্থিকযোগ শুভ।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।