ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর আকস্মিক সুখবর, কর্কটের আর্থিক ক্ষতি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
ধনুর আকস্মিক সুখবর, কর্কটের আর্থিক ক্ষতি

আজ কেমন যাবে
তারিখ: ১৬/০৮/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ক্রোধের বশে আপনি সবকিছুকেই সন্দেহ করতে শুরু করেন। প্রেম নিয়ে সন্দেহ অস্থির করে তুলতে পারে।

আর্থিক ক্ষতির যোগ আছে। পথে বাধা। শিক্ষাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৪

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে। শারীরিক সমস্যার যোগ আছে। দাম্পত্যে শুভযোগ বর্তমান। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৬

মিথুন: (২২মে – ২১ জুন)
নিকটাত্মীয় আপনাকে ঈর্ষান্বিত ও উত্যক্ত করতে পারে। প্রিয়জনের আচরণের প্রতি অত্যন্ত সংবেদনশীল হবেন। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
মেজাজ ধরে রাখুন এবং দায়িত্বজ্ঞানহীনভাবে কিছু করা থেকে বিরত থাকুন। প্রেমযোগ শুভ। আর্থিক ক্ষতির যোগ আছে। হাতে আঘাতের যোগ। যাত্রাযোগ শুভ।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কাজে সময় দেওয়ায় আপনি হতাশ হতে পারেন। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষা নিয়ে সমস্যা হতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : কালো, শুভ সংখ্যা : ৭১

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
এমন একটি দিন যেখানে শেষ মুহূর্তে আপনার পরিকল্পনাগুলিতে পরিবর্তন করা হতে পারে। বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা চালু রাখুন। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬২

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা ডেকে আনতে পারেন। ভালোবাসার ক্ষেত্রে আপনার বিচার-বুদ্ধি ব্যবহার করুন। কর্মে উন্নতির যোগ। শিক্ষায় যোগশুভ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা : ১৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কথা বলে সমস্যা মিটিয়ে নিন। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। শিক্ষাযোগ শুভ। আর্থিক উন্নতিতে বাধা আসতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৮১

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে। আকস্মিক সুখবর পুরো পরিবারের জন্য খুশি বয়ে আনবে। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২০

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
নতুন ব্যবসার দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি। কর্মে উন্নতির যোগ আছে। শুভ দিক পশ্চিম। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
জিনিসের অতিরিক্ত যত্ন নিতে হবে। কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষায় শুভ ফল। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। প্রেমিক-প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪১

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।