ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

রাশিফল

চারুকলা চর্চায় কৃতিত্ব কর্কটের, কন্যার বিশেষ স্বীকৃতিযোগ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
চারুকলা চর্চায় কৃতিত্ব কর্কটের, কন্যার বিশেষ স্বীকৃতিযোগ

আজ কেমন যাবে
তারিখ: ১৭/১০/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা :  ২০
যান্ত্রিক ত্রুটির জন্য কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। যৌথ ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো।

আবেগজনিত কারণে প্রেম ও দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। যাত্রাযোগ সন্ধ্যের আগে পর্যন্ত শুভ।

টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধের আশঙ্কা। প্রেম নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। বন্ধুস্থানীয় কারও মাধ্যমে প্রেমের সমস্যায় হস্তক্ষেপের সম্ভাবনা আছে। যাত্রাযোগ শুভ। অর্থযোগে কিছু সমস্যা আছে।

টোটকা: নিজের পকেটে সবুজ কাপড় রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭ 
ব্যবসায়ী বিষয়ক মামলায় নতুন সমস্যা হাজির হওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি জটিলতায় ব্যয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে। প্রেম-প্রণয়ে কিছু বাধা থাকলেও তা কেটে যাবে।
 
টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
আত্মীয়দের সঙ্গে বিবাদ দেখা দিতে পারে। বিশ্বস্ত বন্ধুর আচরণ আপনাকে অবাক করতে পারে। নৃত্য, অভিনয়, চারুকলার চর্চায় কৃতিত্ব লাভের যোগ আছে। মনোরম স্থানে ভ্রমণ ও প্রেমের জন্য দিনটি শুভ। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: শোবার ঘরে একটি পাত্রে জল দিয়ে কিছু গোলাপের পাপড়ি রাখলে উপকার পাবেন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
কর্মক্ষেত্রে চক্রান্তের শিকার হয়ে জটিলতা বৃদ্ধি ও পদোন্নতিতে বাধা আসবে। পৈতৃক ব্যবসায় উন্নতি ও সমৃদ্ধির সুযোগ আছে। দিনের প্রথম ভাগে স্বামী-স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক সমস্যার সমাধান হবে। সন্তানের স্বাস্থ্যহানি লেখাপড়ায় ছাপ ফেলতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
ধর্মচর্চা ও গরিবের সেবায় মানসিক শান্তি লাভের সুযোগ পাবেন। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতির যোগ দেখা যাচ্ছে। প্রেমের ব্যাপারে হঠাৎ বাধা আসতে পারে। ব্যবসায়িক কারণে ঋণ নিতে হতে পারে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।

টোটকা: তিনটি ধাতু কাজের জায়গায় রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯
বুদ্ধিবলে নিজের হারানো জায়গা ফিরে পেতে পারেন। বিলাসিতায় রাশ টানতে না পারলে জীবনের জটিলতা বাড়তে পারে। দিনের প্রথম ভাগে ঘাড় ও পিঠের ব্যথায় কাজকর্মে ব্যাঘাত ঘটবে। যাত্রাযোগ মিশ্র। প্রেমযোগ আছে।

টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
ব্যবসায় আর্থিক বিষয় নিয়ে অশান্তি দেখা দিতে পারে। যাত্রাযোগে বাধা আছে। পারিবারিক দায়িত্ব পালনে অর্থ ব্যয়ের যোগ। মানসিক চঞ্চলতা থেকে বিপত্তির আশঙ্কা দেখা যাচ্ছে। সজ্জন-সান্নিধ্যে স্বস্তি লাভ করবেন। প্রেমযোগ নেই। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
শত্রুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্যের সুযোগ আছে। যাত্রাযোগ শুভ। আর্থিক বিষয় নিয়ে অল্প সময়ের জন্য হতাশা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে। যাত্রাযোগে বাধা আছে।

টোটকা: সাদা পোশাক পরুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
পৈতৃক ব্যবসা নিয়ে জটিলতা বাড়তে পারে। মানসিক অস্থিরতার জন্য পরিবারে সমস্যা বাড়বে। যাত্রাযোগ শুভ। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা দেখা যাচ্ছে। প্রেমযোগ শুভ।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
আলোচনা না করলে সমস্যা জটিল আকার ধারণ করবে। চিকিৎসা নিয়ে সমস্যায় আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটতে পারে। দিনের প্রথম ভাগে স্বামী-স্ত্রীর ভুল বোঝাবুঝিতে পারিবারিক সঙ্কট দেখা দিতে পারে। প্রেমযোগ নেই। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।
 
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর, শ্লেষ্মাজনিত শারীরিক কষ্ট পাবেন। যাত্রাযোগ অশুভ। পথের মধ্যে মধ্যে চুরি বা প্রতারণায় ক্ষতি হতে পারে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য পাবেন। প্রেমযোগ শুভ।

টোটকা: কাককে শস্য দানা দান করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।