ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

বাহন ক্রয়ে শুভ দিন মিথুনের, কর্কটের সৃষ্টিশীল কাজে প্রশংসা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
বাহন ক্রয়ে শুভ দিন মিথুনের, কর্কটের সৃষ্টিশীল কাজে প্রশংসা

আজ কেমন যাবে
তারিখ: ০৪/১০/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
হঠাৎ কোনো সমস্যায় উদ্বেগ দেখা দিতে পারে। তবে তা সাময়িক।

প্রেমের ক্ষেত্রে মেঘমুক্তি হবে। তবে পরিবারে সন্তানের কাজ-কর্মের জন্য আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে। যাত্রাযোগে মিশ্র ফললাভ।

টোটকা: কাজের জায়গায় অন্তত একটি ফুলের গাছ রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
শ্রম ও অধ্যবসায় সত্ত্বেও পদোন্নতিতে গ্রহের প্রকোপে বাধা আসতে পারে। বন্ধুর সহায়তায় সমস্যার সমাধান করতে পারবেন। যাত্রাযোগ দুপুরের আগে শুভ। গুণীজনের সান্নিধ্যে মানসিক শান্তি লাভ করবেন। প্রেমযোগ নেই।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
দক্ষতার সঙ্গে সাংসারিক সমস্যার সমাধান করতে পারবেন। আজ বাহন ক্রয়ের শুভ দিন। যাত্রাযোগ শুভ। স্পন্ডিলাইটিস জাতীয় রোগে দুর্ভোগ বাড়তে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: কুকুর, গবাদি পশুকে খাদ্য দান করুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
সৃষ্টিশীল কাজের জন্য প্রশংসা পাবেন। একবার জিনিস হারালে উদ্ধারের সম্ভাবনা কম। তাই দামি জিনিস নিয়ে সতর্ক থাকুন। কাছের জনের শত্রুতায় পারিবারিক স্থিতি নড়ে যেতে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: বাড়িতে বা ফ্ল্যাটে অন্তত একটি ফুলসহ একটি ফুলদানি রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
মিষ্টভাষণে অন্যকে প্রভাবিত করে কার্যোদ্ধার করতে সক্ষম হবেন। বন্ধুর গৃহে বিপত্তির মোকাবিলা করে প্রশংসা লাভ করবেন। যাত্রাযোগে বাধা। পথে সমস্যার আশঙ্কা। দাম্পত্য জীবনে কিছুটা ম‍ানিয়ে চলার চেষ্টা করুন। প্রেমযোগ শুভ।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
কর্মক্ষেত্র বদলির চেষ্টা সফল হতে পারে। সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। বিরোধ নিয়ে সদা সতর্ক থাকুন। যাত্রাযোগ শুভ। পায়ে আঘাতজনিত কারণে দুর্ভোগ বাড়তে পারে।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ৯
পারিবারিক ক্ষেত্রে হঠকারি সিদ্ধান্তের মাসুল দিতে হতে পারে। মামলায় আশানুরূপ ফলের সম্ভাবনা আছে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের স্বীকৃতি লাভের ফলে আপনি গর্বিত হবেন। যাত্রাযোগ শুভ। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। প্রেমযোগ শুভ।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।
 
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
অহেতুক বিবাদ-বিতর্কের জেরে কর্মক্ষেত্রে বিড়ম্বনার আশঙ্কা আছে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। যাত্রাযোগ দুপুরের পরে শুভ। দেরিতে হলেও ন্যায্য প্রাপ্য পাওয়ার সম্ভাবনা। প্রেমযোগ আছে।

টোটকা: দারুচিনি ও মধু সকালে গ্রহণ করুন।
 
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে ঝামেলা মিটিয়ে প্রশংসা লাভ করবেন। সম্পত্তি-বিবাদ ঘিরে আত্মীয়-স্বজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে। নথি-পত্রের গোপনীয়তা রক্ষায় আইনি ব্যবস্থা নিতে হতে পারে। যাত্রাযোগ মিশ্র। প্রেমযোগ নেই।

টোটকা: একটি পাত্রে পানিতে গম ও চাল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
বুদ্ধি স্থির রেখে কর্মস্থলে বিপদ মোকাবিলা করতে হবে। মাতৃস্থানীয়া স্বজনের আচরণে কষ্ট পেতে পারেন। যাত্রাযোগে বাধা আছে। পথে সতর্ক থাকুন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমযোগ শুভ।

টোটকা: পানিতে কয়েকটি হলুদ ফুল রেখে বসার ঘরের দক্ষিণ কোণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
বৃত্তিমূলক প্রশিক্ষণে সাফল্য ও কর্মে উন্নতি। বিষয় সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে বিরোধে অশান্তি বাড়বে। ব্যবসায় আপাতত বিনিয়োগ না বাড়ানোই ভালো। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ আছে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
আজকের দিনে বাড়তি উপার্জনের সুযোগ আসবে। ভাবাবেগ কাটিয়ে বাস্তববাদী হতে না পারলে উপার্জনের সুযোগ হাতছাড়া হতে পারে। কোনো নারীকে ঘিরে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। প্রেম শুভ। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধুপ নিবেদন করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।