ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাশিফল

মেষ-মিথুনের প্রেমযোগ, ভ্রমণযোগ বৃশ্চিকের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
মেষ-মিথুনের প্রেমযোগ, ভ্রমণযোগ বৃশ্চিকের

আজ কেমন যাবে
তারিখ- ১১/০২/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২
আপনার পরিবার ও সন্তানকে কম সময় দেওয়া নিয়ে সংসারে অশান্তি বাড়বে। আজকের দিনে কিছুটা বকেয়া অর্থ পেয়ে যাবেন।

সন্তানের পড়াশোনার জন্য হিসাবের অতিরিক্ত খরচ করতে হতে পারে। প্রেমযোগে শুভ ভাব বজায় থাকবে। সম্ভাবনা উপহার পাওয়ার।

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৬
রাশিচক্রের শুভ ফলে ভাগ্য উন্নতির সম্ভাবনা। তবে ব্যবসায়িক কাজকর্মে সমস্যা বাড়তে পারে। শরীর নিয়ে সমস্যা থাকলে সেটি বাড়তে পারে। ব্যবসার বিষয়ে অজানা ক্ষেত্র থেকে সমস্যা হাজির হতে পারে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে সাদা ফুল রাখলে উপকার পাবেন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
সাংসারিক জটিলতা মানসিক কষ্ট জন্ম দিতে পারে। পরিবারের সমস্যায় বন্ধুর সক্রিয় সহায়তা কাজটিকে সম্পন্ন করতে সাহায্য করবে। ব্যবসায় সাময়িক বাধা আসতে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
আজকের দিনে সমস্যায় আত্মীয়দের পাশে পাবেন না।
আপনার আর্থিক ও পারিবারিক সমস্যা সমাধান করবে আপনার কোনো বন্ধু। ঘরে-বাইরে শান্তি ফিরে আসবে। প্রেমের যোগ আছে।

টোটকা: দারুচিনি, মধু ও ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
তিক্ততার মধ্য দিয়েই সম্পর্কের নতুন রাস্তা বেরিয়ে আসবে। আজকের দিনে ব্যবসায়িক সমস্যার সমাধান সূত্র বের হতে পারে। সামাজিক পরিস্থিতি অনেকটাই অনুকূল থাকবে। বেশি লাভের জন্য এগিয়ে গিয়ে হয়রানি হতে পারে।

টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরের দক্ষিণ কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২
আবেগজনিত কারণে কাজে সমস্যা আসবে। আপনার পদক্ষেপ অনুসরণ করে অনেকে আপনার পাশে এসে দাঁড়াবে। তবে বিশ্বস্ত কর্মচারীকে  কোনো গোপন কাজের দায়িত্ব দিলেও লাভ হবে হবে না। বরং আপনার কাজের ফলে সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং :বাদামি,  শুভ সংখ্যা : ৭
কর্মক্ষেত্রে সুযোগ আসবে কিন্তু সচেষ্ট না হলে তাকে কাজে লাগাতে পারবেন। প্রিয়জনের শারীরিক কারণে খরচ বাড়তে পারে। কোনো ব্যক্তির খারাপ আচরণের প্রতিবাদ করতে হবে। প্রেমযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
একাধিক সমস্যা সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়তে পারেন। মানসিক শক্তির জোরে প্রতিকূলতা ঠেকিয়ে অগ্রগতি বজায় থাকবে। অর্থনৈতিক দিকে কিছু বাধা রয়েছে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রেমযোগ শুভ।
 
টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।   

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৭
গ্রহের প্রভাবের জন্য ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা ব্যাহত হতে পারে। স্থিরভাবে পরিচালনা করার চেষ্টা করুন। অপেক্ষা করে নতুন ব্যবসার দিকে এগোন। শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। অর্থনৈতিক দিকে সমস্যা প্রকট নয়। প্রেমযোগ আছে।

টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। গুণী ও বিচক্ষণ ব্যক্তির পরামর্শে ব্যবসায়িক সমস্যার সমাধান হতে পারে। দাম্পত্য জীবনে ও সন্তানকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে। প্রেমের যোগ আছে।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
মূল্যবান দ্রব্য উপহার হিসেবে প্রাপ্তির যোগ আছে। সমন্বয়ের অভাব কর্মক্ষেত্রে আপনার কাজের পরিবেশ নষ্ট করতে পারে। চক্রান্তকারীরা আপনার থেকে দূরে সরে যাবে। প্রেমের ক্ষেত্রে শুভযোগ। আর্থিক বাধা নেই।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২
কিছু বন্ধুরা আপনাকে ভুল পথে চালিত করবে। উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। রাগ, হতাশাজনিত কারণে কারো সঙ্গে সংঘাত হতে পারে। অন্যের সাহায্য নেওয়া থেকে দূরে থাকুন। প্রেমযোগ আছে।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমন ভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।