ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাশিফল

বৃশ্চিকের অর্থলাভ, আর্থিক সমস্যা কন্যার

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
বৃশ্চিকের অর্থলাভ, আর্থিক সমস্যা কন্যার

আজ কেমন যাবে
তারিখ- ০৮/০২/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
আর্থিক বিষয়ে উন্নতির সম্ভাবনা। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন।

নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন।   সমাজে সম্মান বাড়তে থাকবে। সন্ধ্যের পর পরিস্থিতি শুভ। প্রেমযোগ আছে।

টোটকা: একটি পান সেজে সেটিকে ভোরবেলা জলাশয়ে ফেলে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
অন্য কারো কথা শুনে প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। দুপুরের পর মানসিক চিন্তা কেটে যেতে পারে। সহকর্মীদের আচরণে ক্ষুব্ধ না হয়ে তাদের সঙ্গে মানিয়ে চলতে পারলেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ব্যবসায়ীদের জন্য শুভ খবর আসতে পারে।

টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
সততা আপনার উন্নতির অন্যতম শক্তিশালী স্তম্ভ। রাশিচক্রে বৃহস্পতির শুভ প্রভাব থাকায় রোজগারের সমস্যা থেকে মুক্ত হবেন। তবে পরিবারের কেউ কেউ আপনাকে হেয় করতে পারে। উত্তেজিত না হয়ে এগুলি এড়িয়ে চলুন।

টোটকা: ঠিক সূর্যোদয়ের সময় বটগাছ তিনবার প্রদক্ষিণ করে তার গোড়ায় জল দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ,শুভ সংখ্যা : ১২
আপনার মানসিক চঞ্চলতার ফলে পরিবারে তার প্রভাব পড়বে। দুপুরের পর প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। সম্পত্তিযোগ শুভ। শুভ খবর এলে সবাইকে দ্রুত জানাবার ব্যবস্থা নিন। শরীরে অস্বস্তি লাগলে বিশ্রাম নেওয়া দরকার।

টোটকা:  একটি রুপোর কয়েন নিজের সঙ্গে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
প্রেমের প্রচেষ্টা সফলতার মুখ দেখতে পারে। দুপুরের পর থেকে শুভ পরিবর্তনগুলি ধীরে ধীরে সামনে আসতে পারে। পরিবারের সবাইকে কাছে পাবেন। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা বাড়বে। অর্থসমস্যা প্রত্যক্ষভাবে না থাকলেও বহুল খরচের যোগ আছে।

টোটকা: একটি পাত্রে  যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
পারিবারিক জীবনে সময় দিতে না পারার ফলে অভিযোগের মুখোমুখি হবেন। গুপ্ত শত্রুতা থেকে সতর্ক থাকুন। আর্থিক সমস্যা আছে। দুপুরের পর থেকে প্রতিকূলতা কমতে পারে। কোনো বিষয় নিয়ে মানসিক যন্ত্রণার হতে পারেন।

টোটকা: বয়রা ও হরিতকি ঠিক সন্ধ্যের সময় জলাশয়ে নিক্ষেপ করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং বেগুনি, শুভ সংখ্যা : ৯
কাজকর্মে সাফল্য বা সমস্যায় হতাশ হবেন না। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সফলতা আপনার জীবনে আসবে তার নিজের নির্ধারিত সময়ে, তাড়াহুড়া করে কোনো লাভ হবে না। দিনের শেষ অংশ কিছুটা বাধাবহুল।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬
কর্মক্ষেত্রে আইনি সমস্যার মুখে পড়তে পারেন। অতিরিক্ত উৎসাহে নিয়মের বাইরে কোনো কাজ করতে যাবেন না। অর্থলাভ হতে পারে। দিনের শেষে বকেয়া কাজ সুসম্পন্ন হতে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: বাড়ির পশ্চিম দিকে সূর্যমুখী গাছ লাগান।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
বাইরের সমস্যা নিয়ে পরিবারে ভিতরে অশান্তি হবে। আত্মীয়দের কারণে মনোসংযোগে ব্যাঘাত হতে পারেন। কাজের পরিকল্পনা বদল করতে হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে।

টোটকা: লোহা, দস্তা ও তামা তিনটি ধাতুর ছোট টুকরো নিজের পকেটে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
প্রেমের জন্য দিনটি শুভ। মনে শান্ত ভাব না থাকায় কাজে ভুল হতে পারে। আপনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে বার বার একই ভুল করার অভিযোগ উঠতে পারে। কর্মক্ষেত্রে গ্রহগত বাধার ফলে কাজের অগ্রগতিতে কিছুটা সমস্যা হতে পারে।
 
টোটকা: একটি কাঁচা কলাকে তেল ও সিঁদুর মাখিয়ে সমানভাবে দুই টুকরো করে বাড়ির পিছনের অংশে মাটির পাত্রে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১০
ব্যবসায় যথেষ্ট পরিশ্রম করলেও সফলতা পেতে দেরি হবে। পরিবারে কিছু কিছু সমস্যা আসবে। প্রতিবেশী কাউকে আর্থিক সহায়তা করবেন। অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: তিনটি খেজুর, সামান্য ঘি এবং কিছুটা চাল বাড়ির দক্ষিণ-পূর্ব কোনে স্থাপন করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১
ব্যবসায়িক ব্যাপার নিয়ে ভুল বোঝাবুঝি হবে। ব্যবসাক্ষেত্রে মাথা ঠাণ্ডা না রাখতে পারলে সমস্যা বাড়বে। তবে আত্মীয়দের সাহায্য কার্যকরী হবে। নিজের উদ্দেশ্য সফল হবেন। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি কলা গাছের কাণ্ড অর্থাৎ ‘থোড়’, দুটি টুকরো করে একটি মটির পাত্রে বাড়ির দক্ষিণে সারাদিন রেখে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।