ঢাকা, সোমবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

জেনে নিন কেমন যাবে আজকের দিন

রাশিফল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
জেনে নিন কেমন যাবে আজকের দিন

আজ ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ৮ জিলহজ ১৪৪৫ রোজ রোববার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: শিক্ষক ও অধ্যাপকদের আর্থিক উন্নতি ঘটবে। কোনো সংবাদে বিচলিত হতে পারেন। কারো ব্যাপারে কৌতূহল দেখাবেন না। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন।  

বৃষ: আপনার রাজনৈতিক প্রভাবে ঈর্ষান্বিত হয়ে কেউ ক্ষতির চেষ্টা করবে। হোটেল বা খাদ্যদ্রব্য ব্যবসায় আংশিক লাভ হবে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না।  

মিথুন: চাকরিক্ষেত্রে কোনো কারণে অসন্তোষ দেখা দিতে পারে। কোনো বন্ধুর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। উৎসাহ বাড়ায় কাজকর্মে সাফল্য আসবে। দৈনন্দিন কাজকর্মে কিছু শুভফল পাবেন।  

কর্কট: কোনো বন্ধুর দ্বারা ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। প্রকাশনা ও কাগজ ব্যবসায় লাভবান হতে পারেন। ভ্রমণযোগ থাকলেও না যাওয়াই ভালো।  

সিংহ: দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসায় পরিশ্রম বাড়বে। কোনো সংবাদে বিচলিত হতে পারেন। কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে। হঠাৎ অর্থ পেতে পারেন।  

কন্যা: বেশি উদারতা আপনার পক্ষে ক্ষতিকারক। সাংসারিক ব্যয় বাড়াতে মানসিক চিন্তা বাড়বে। চলাফেরায় সাবধান থাকবেন। কোনো নেতার সাহায্য পাবেন।

তুলা: কাজকর্মে উৎসাহ বাড়বে। অসমাপ্ত কাজ শেষ করতে পারলে শান্তি পাবেন। চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন

বৃশ্চিক: সরকারি চাকরিক্ষেত্রে কোনো বিভ্রান্তি দেখা দেবে। মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। কোনো সামাজিক কাজে ব্যস্ত হতে পারেন। নিজের ভুলে কোনো কাজ অসমাপ্ত থেকে যেতে পারে।  

ধনু: মেজাজ উগ্র হয়ে উঠতে পারে। সাবধানে চলাফেরা করবেন। পারিবারিক কোনো ঘটনা দুর্ভাবনায় ফেলতে পারে। কাজকর্ম ঠিকমতো চললেও প্রয়োজনীয় অর্থ হাতে আসবে না।

মকর: চিন্তায় থাকবেন। পারিবারিক ক্ষেত্র শুভ হলেও বাবার স্বাস্থ্যের জন্য চিন্তা ও অর্থব্যয়। বেশি অর্থোপার্জনের জন্য অসদুপায় অবলম্বনে নিজেরই ক্ষতি। সঠিক পথে চলতে চেষ্টা করবেন।  

কুম্ভ: অবশ্যই সাফল্য পাবেন। ঠিকাদারি ব্যবসায় বড় রকমের সুযোগ আসতে পারে। প্রয়োজনে ঋণ হতে পারে। বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন।  

মীন: রাজনৈতিক নেতাদের কোনো জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় সাফল্য পাবেন। বিশেষ কোনো যোগাযোগে লাভবান হবেন।  

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।