ঢাকা, বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

শেবাচিম হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৯ ডেঙ্গু রোগী ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
শেবাচিম হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৯ ডেঙ্গু রোগী ভর্তি ফাইল ছবি

বরিশাল: বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর চিকিৎসাধীন আছেন ৬৭ জন।

হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে এখনো আলাদা কোনো ওয়ার্ড না খোলায় মেডিসিন ওয়ার্ডের একটি কর্নারে চিকিৎসা দেওয়া হচ্ছে
ডেঙ্গু আক্রান্তদের।

হাসপাতালে ভর্তি হওয়া বেশির ভাগ রোগীই ঢাকা থেকে আক্রান্ত বলে দাবি চিকিৎসকদের। আর হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে বলে জানান রোগী ও তাদের
স্বজনরা।

এখন পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। এনিয়ে বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৭৮ জন ডেঙ্গু রোগী। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭ জন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।