ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

লালপুরে ডায়াগনস্টিকে প্রসূতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
লালপুরে ডায়াগনস্টিকে প্রসূতির মৃত্যু মানবকল্যাণ মডেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় সদ্য রেজিস্ট্রেশনপ্রাপ্ত মানবকল্যাণ মডেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স নামে এক ক্লিনিকে শারমিন আক্তার (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্মদানের সময় মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৪ আগষ্ট) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।  

শারমিন ওই উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া গ্রামের দিপু আলীর স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ আগস্বট) দুপুরের দিকে ওই ডায়াগনস্টিককে কোনো ডাক্তার, নার্স ছিলেন না। ক্লিনিক ছিল রোগী শূন্য। রিসিপসনে দুইজন নারী কর্মরত থাকলেও তারা প্রসূতির মৃত্যুর ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।  

মৃত প্রসূতির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার দিনগত রাতে মানবকল্যাণ মডেল হাসপাতালে জনৈক ডা. শিশির ওই প্রসূতি শারমিন অপারেশন করেন। সে সময় একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরে বেডে নেওয়ার আগেই শারমিনের মৃত্যু হয়। তবে তারা জানান, মায়ের মৃত্যু হলেও নবজাতকটি সুস্থ আছে।

এ ব্যাপারে মানবকল্যাণ মডেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের পরিচালক একাব্বর হোসেন শান্ত মোবাইলফোনে বাংলানিউজকে বলেন, সিজারিয়ানের মাধ্যমে শিশু জন্মদান পরবর্তীকালে সমস্যা হলে শারমিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়েছে। আমাদের হাসপাতালে মৃত্যু হয়নি।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।