ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

বুস্টার ডোজ পেয়েছেন সাড়ে ৪ লাখের বেশি মানুষ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
বুস্টার ডোজ পেয়েছেন সাড়ে ৪ লাখের বেশি মানুষ 

ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধে দেশে ইতোমধ্যে চার লাখ ৬৬ হাজার ১৯৯ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এ দিন মোট ৩৭ হাজার ৬০৩ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ২৪ হাজার ৬১৬ জন এবং নারী ১২ হাজার ৯৮৭ জন রয়েছেন। গত দিন পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হয় মোট চার লাখ ২৮ হাজার ৫৯৬ জনকে। এ যাবত মোট চার লাখ ৬৬ হাজার ১৯৯ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।

এছাড়াও সোমবার দেশব্যাপী ১৩ লাখ ২৫ হাজার ১০৮ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এ যাবত প্রথম ডোজ টিকা পেয়েছেন আট কোটি ৩২ লাখ সাত হাজার ৩৫১ জন।

একইসাথে এ দিন তিন লাখ তিন হাজার ৯৮৬ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এ যাবত দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ৫১ লাখ ৭০ হাজার ১৫৭ জন।

বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক্সের টিকা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।