ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

করোনায় ফের মৃত্যু বাড়লো রামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
করোনায় ফের মৃত্যু বাড়লো রামেকে করোনায় ফের মৃত্যু বাড়লো রামেকে

রাজশাহী: করোনা সংক্রমণে আবারও মৃত্যু বাড়লো রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে। টানা চারদিন এ হাসপাতালের করোনা ইউনিট মৃত্যুশূন্য থাকলেও গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও তিনজন মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে দু’জন পুরুষ এবং দু’জন নারী।

এর আগে, সর্বশেষ ৩১ ডিসেম্বর রামেক হাসপাতালে একজন রোগী করোনা সংক্রমতি হয়ে মারা যান। এরপর ১ জানুয়ারি সকাল ৮টার পর থেকে ৪ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত টানা মৃত্যুহীন ছিল করোনা ইউনিট।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০৪ শয্যার বিপরীতে বুধবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৪ জন। এর মধ্যে রাজশাহী জেলার ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪, নওগাঁর ৩, নাটোরের ৪, পাবনার ২ এবং কুষ্টিয়া জেলার ২ জন রয়েছেন।

এ ২৪ জনের মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ৮ জন, উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯ জন, করোনা নেগেটিভ রোগী রয়েছেন ৭ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি  হয়েছেন ৬ জন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রাজশাহীর ৭ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে রাজশাহীতে করোনা শনাক্তের হার আবারও বেড়ে ৭ দশমিক ৪৫ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।