ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

প্রথমদিন কড়াইল বস্তিতে টিকা পেলেন ৬৩২১ জন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
প্রথমদিন কড়াইল বস্তিতে  টিকা পেলেন ৬৩২১ জন প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর বনানী এলাকায় কড়াইল বস্তিতে প্রথম দিন ৬ হাজার ৩২১ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) এ টিকা কার্যক্রম শুরু করা হয়।

ডিএনসিসি সূত্র জানায়, স্বল্প সময়ের মধ্যে বস্তিবাসীকে টিকার আওতায় আনার লক্ষ্যে ডিএনসিসি এ কর্মসূচী বাস্তবায়ন করছে। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এ টিকা নিতে পারছেন। প্রাথমিকভাবে ১১টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বস্তির কমপক্ষে ৮০ শতাংশ মানুষকে করোনা টিকা দেওয়া নিশ্চিত না করা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সকালে ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা মো. সেলিম রেজা এরশাদনগর উচ্চ বিদ্যালয় মাঠসহ কয়েকটি কেন্দ্রের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান ও স্থানীয় কাউন্সিলর মো. মফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এমআইএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।