ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

গণটিকা কর্মসূচি: জেএমআইয়ের এক কোটি সিরিঞ্জ সরবরাহ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
গণটিকা কর্মসূচি: জেএমআইয়ের এক কোটি সিরিঞ্জ সরবরাহ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর ৭৫ লাখ মানুষকে মহামারি করোনা প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়। আর এ কর্মসূচি বাস্তবায়নে ১ কোটি সিরিঞ্জ সরবরাহ করেছে জেএমআই সিরিঞ্জ ও মেডিক্যাল ডিভাইস।

সিরিঞ্জ সরবরাহের বিষয়ে গত ২৬ সেপ্টেম্বর জেএমআই সিরিঞ্জ ও মেডিক্যাল ডিভাইস লিমিটেডকে চিঠি দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

জেএমআইয়ের কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকালে গণটিকাদান কর্মসূচি শুরুর আগেই দেশের ৬৪ জেলায় নির্দিষ্ট টিকা কেন্দ্রে সিরিঞ্জ পৌঁছে দিয়েছেন তারা।

জেএমআই সিরিঞ্জ ও মেডিক্যাল ডিভাইস লিমিটেড পূঁজিবাজারে একটি তালিকাভুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে জাপানি কোম্পানিরও বিনিয়োগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০,২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।