ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

১ দিন করোনা আক্রান্তহীন হবিগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
১ দিন করোনা আক্রান্তহীন হবিগঞ্জ

হবিগঞ্জ: গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ১৩৭ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। জেলায় সংক্রমণ শুরুর ১ বছর ৫ মাস ১৭ দিন পর একদিন আক্রান্তহীন থাকলো হবিগঞ্জ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পুরো জেলায় ১৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখান থেকে একটি নমুনায়ও করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। এটি হবিগঞ্জবাসীর জন্য অবশ্যই ভালো খবর। তবে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবেই মানতে হবে। এর ব্যত্যয় ঘটলে আবারও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত বছরের ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত জেলায় ৬ হাজার ৬১৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৬৫০ জন সুস্থ হয়েছেন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।