ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

বগুড়ায় করোনা-উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
বগুড়ায় করোনা-উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু

বগুড়া: বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে এবং দুই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮১ জন।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার শামীম আরা (৬০), দুপচাঁচিয়া উপজেলা শ্রী মুক্তা (১৭) এবং সারিয়াকান্দি উপজেলার মওদুদ আহমেদ (৭০)। তাদের মধ্যে মওদুদ আহমেদ নিজ বাড়িতে মারা যান। এছাড়া বাকি চারজন অন্য জেলার বাসিন্দা। তারা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অন্যদিকে, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আটজনের মৃত্যু হয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১০ নমুনায় ৩ জন, এন্টিজেন পরীক্ষায় ১৭৪ জনের মধ্যে ৪০ জন, বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৩টি নমুনার মধ্যে ৬ জনসহ মোট ৮১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ২০১ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ২১৯ জন। এছাড়া নতুন তিনজনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩৯৭ জন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।