ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে শনাক্তে রেকর্ড, মৃত্যু ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
নারায়ণগঞ্জে শনাক্তে রেকর্ড, মৃত্যু ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আবারও একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪৭ জন এবং মারা গেছেন আরও তিনজন।

নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ৩১.২৬ শতাংশ।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯০টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৫৫৩ জনে। এ পর্যন্ত মারা গেছেন ২৩৪ জন।

নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৫৮ জন, আড়াইহাজার উপজেলায় ৩৯, বন্দর উপজেলায় ৫১, রূপগঞ্জ উপজেলায় ২১, সদর উপজেলায় ৪৭ ও সোনারগাঁ উপজেলায় ৩১ জন শনাক্ত হয়েছেন।

একদিনে সুস্থ হয়েছেন আরও ১০০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৬৪ জন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।