ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

খুলনার ৩ হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
খুলনার ৩ হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু

খুলনা: খুলনার পৃথক তিনটি হাসপাতালে একদিনের ব্যবধানে কমেছে করোনায় মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ও উপসর্গে নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (১৩ জুলাই) থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

মৃত ১২ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঁচ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চার জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৩ জুলাই) খুলনায় ১৯ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।  

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বাংলানিউজকে জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে তিনজনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে 

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে। মৃত চার জন হলেন খুলনার রূপসার শেখ ওলিয়ার রহমান (৭৫), বাগেরহাট মোল্লাহাটের তরিকুল ইসলাম (৭২), মোড়েলগঞ্জের মোকসেদ হাওলাদার (৫০) ও একই এলাকার আবু জাকের মিয়া (৭৬)।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। মৃত তিনজন হলেন বাগেরহাটের ফাতেমা বেগম (৭০), শংকর বিশ্বাস (২৬) ও খুলনার নজরুল ইসলাম (৬১)।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।