ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

সিরাজগঞ্জেও বাড়ছে করোনা রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ২৩, ২০২১
সিরাজগঞ্জেও বাড়ছে করোনা রোগী ...

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে গত কয়েকদিন ধরেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩ স্বাস্থ্যকর্মীসহ ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২৩ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৩৩ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ এসেছে। এর আগে মঙ্গলবার (২২ জুন) ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে বুধবার আক্রান্তদের মধ্যে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩ কর্মচারী রয়েছেন। এরা হলেন, সিনিয়র নার্স নাজিয়া জাহান (২৫), লিপিয়ারা খাতুন (৩৮) ও আয়া শাহিদা খাতুন (৩৮)।  

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।