ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

কুড়িগ্রামে করোনায় সীমান্তবর্তী এক বাংলাদেশির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুন ১৬, ২০২১
কুড়িগ্রামে করোনায় সীমান্তবর্তী এক বাংলাদেশির মৃত্যু ...

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকার আবেদ আলী (৫২) নামে এক বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (১৬ জুন) সকালে আবেদ আলীর রংপুর করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।

নিহতের পরিবার ও সীমান্তবাসী সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে গত ৫ জুন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে আবেদের মৃত্যু হয়।

করোনা আক্রান্ত আবেদ নাখারজান এলাকার আন্তজার্তিক মেইন সীমানা পিলার ৯৪১ এর পার্শ্ববর্তী স্থানে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যান্তরের বাসিন্দা আলী মুদ্দিনের ছেলে। তার শ্বশুরবাড়ি ৯৪১ নম্বর পিলার থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে সাহেবগঞ্জ থানার সেওটি-২ গ্রামে নোম্যান্স লান্ডে। সেই সুবাদে শ্বশুরবাড়ির লোকজন সব সময় আবেদের বাড়িতে যাতায়ত করতো।

সিভিল সার্জন হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, এ পর্যন্ত কুড়িগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। গত ১০ দিনে (৫ জুন থেকে ১৫ জুন পর্যন্ত) জেলায় ২৭২টি নমুনা পরিক্ষায় ১১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) ৩৩ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম সদরে আট জন, নাগেশ্বরীতে তিন জন ও রৌমারীতে একজন। এছাড়া সোমবার (১৪ জুন) জেলায় ২৯ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জনই সদর উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।