ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

শর্তসাপেক্ষে বঙ্গভ্যাক্স টিকা ট্রায়ালের অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুন ১৬, ২০২১
শর্তসাপেক্ষে বঙ্গভ্যাক্স টিকা ট্রায়ালের অনুমোদন

ঢাকা: শর্তপূরণ সাপেক্ষে দেশীয় গ্লোব বায়োটেকের করোনা ভাইরাসের টিকা 'বঙ্গভ্যাক্স'র হিউম্যান ট্রায়ালের নীতিগত অনুমোদনের সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

বুধবার (১৬ জুন) বিএমআরসির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানা যায়।

বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন বলেন, সরাসরি অনুমতি দেওয়া হয়েছে বলা যাবে না। তবে শর্ত দেওয়া হয়েছে। ভুল ত্রুটি ঠিক করলে আমরা অনুমতি দিয়ে দেব। শর্ত পূরণ করলে অনুমোদন দেওয়া হবে।  

বিএমআরসির অনুমতি পেলে শিগগিরই মানুষের ওপর দেশীয় এই টিকার ট্রায়াল চালানো হবে। গত ১৭ জানুয়ারি টিকার ট্রায়ালের জন্য নৈতিক ছাড়পত্র পেতে আবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ১৬, ২০২১
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।