ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় খাগড়াছড়িতে আরও ১৩ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, জুন ১৬, ২০২১
২৪ ঘণ্টায় খাগড়াছড়িতে আরও ১৩ জনের করোনা শনাক্ত

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৮০ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে তিনজন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে দুই দিনে করোনো আক্রান্ত হয়েছিল ১০ জন। এখন পর্যন্ত জেলায় ছয় হাজার ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বর্তমানে জেলায় ৭৮ জন ছাড়া বাকি সবাই সুস্থ হয়েছেন। আর জেলাটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে আটজনের।

এদিকে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। আর স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা বাড়ছে বলে দাবি জেলা স্বাস্থ্য বিভাগের।

খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিছুটা অবহেলা দেখা যাচ্ছে। সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। এতে করে করোনা আক্রান্ত কমানো সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।