ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

সাতক্ষীরায় বেড়েছে সংক্রমণের হার, উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুন ৯, ২০২১
সাতক্ষীরায় বেড়েছে সংক্রমণের হার, উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা সংক্রমণের হার আরও বেড়েছে। জেলায় মঙ্গলবার (৮ জুন) সংগৃহীত ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

যা শতকরা ৫৯ দশমিক ৩৪ ভাগ।

এরদিন আগে, সোমবার (০৭ জুন) এই হার ছিল ৫৫ দশমিক ০৮ ভাগ। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ৪ জনের মৃত্যু হয়।

এরা হলেন, সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার নাজির আলী মিস্ত্রী (৭০), শ্যামনগর উপজেলার নৈকাটি গ্রামের সামাদ শেখ (৫৫), একই উপজেলার জয়নগর গ্রামের এল.এম বকসো (৮০) ও সদর উপজেলার আখড়াখোলা গ্রামের মিজানুর রহমান (৫০)।

এনিয়ে জেলায় করোনা উপসর্গে কমপক্ষে ২৩৬ জনের মৃত্যু হলো। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৮ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, করোনার লাগাম সাতক্ষীরায় চলছে সপ্তাহব্যাপী লকডাউন। সাধারণ মানুষের চলাফেরা নিয়ন্ত্রণে প্রশাসনকে বেশ কঠোর হতে দেখা গেছে। জেলার সর্বত্র রাস্তা-ঘাটে পুলিশি চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। চলছে অনবরত মাংকিং। বন্ধ রয়েছে দূরপাল্লার বাসসহ সকল ধরনের গণপরিবহন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।