ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

দেশের কোনো প্রতিষ্ঠানকে করোনা টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ১৬, ২০২১
দেশের কোনো প্রতিষ্ঠানকে করোনা টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি

ঢাকা: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে চীনের করোনা ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। এমনকি দেশে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি।

রোববার (১৬ মে) রাতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চীনের সিনোফার্ম করোনা টিকা দেশে উৎপাদনে ঔষধ প্রশাসন অধিদপ্তর এখনো কাউকে কোনো অনুমোদন দেয়নি। এ ধরনের বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি না করার জন্য সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মে ১৬, ২০২১
পিএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।