ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকের করোনা ইউনিটে কয়েকজনকে ছাড়পত্র, নতুন রোগী ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, মার্চ ২৪, ২০২১
ঢামেকের করোনা ইউনিটে কয়েকজনকে ছাড়পত্র, নতুন রোগী ভর্তি

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের করোনা ইউনিটে কয়েকজন রোগীকে ছাড়পত্র দেওয়ার পর সেখানে আরও কয়েকজন করোনা রোগীকে ভর্তি নেওয়া হয়েছে। তবে আইসিইউ ও কেবিন কোনোটাই খালি নেই।

বুধবার (২৪ মার্চ) বিকেলে এ বিষয়ে কথা হয় নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাফিজ সরদারের সঙ্গে।

তিনি বলেন, আজকে করোনা ইউনিটের কিছু রোগীকে ছাড়পত্র দেওয়া হয়। ওই সব বেড খালি হওয়ায় আরও অল্প কিছু রোগীকে ভর্তি নেওয়া হয়েছে।

ডা. হাফিজ সরদার আরও বলেন, আমাদের আইসিইউ ও যতগুলো কেবিন আছে সম্পূর্ণ করোনা রোগীতে পরিপূর্ণ।

তিনি বলেন, করোনা রোগীদের কখনও ফ্লোরে রাখা হয় না। একটা রোগী সুস্থ হলে তাকে ছাড়পত্র দিয়ে আরেকটা রোগীকে ভর্তি করানো হয়। এক রোগীকে আজ ভর্তি করাতে খুবই বেগ পেতে হয়েছে। পরে তাকে ওয়ার্ডে ভর্তি নেওয়া হয়েছে।

বুধবার রাতে নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, বেশ কয়েকজন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে, সেখানে নতুন রোগী ভর্তি করা হয়েছে। আরও কিছু বেড খালি হয়েছে, সেখানেও করোনা রোগীদের ভর্তি কার্যক্রম চলছে।

আগের নিউজ: বেড খালি নেই ঢামেকের করোনা ইউনিটে, বন্ধ নতুন রোগী ভর্তি

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ