ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

করোনা: বরিশালে সচেতনামূলক প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
করোনা: বরিশালে সচেতনামূলক প্রচারণা করোনা: বরিশালে সচেতনামূলক প্রচারণা

বরিশাল: বরিশালেও একটু একটু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়ে ‘মাস্ক পরিধান করুণ, সেবা নিন’ স্লোগানে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বরিশাল জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের যাত্রা শুরু করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

পরে নগরের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণরোধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ২ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন তিনি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে সংক্রমণ বাড়লেও বরিশালে স্বাস্থ্যবিধি খুব একটা মানা হচ্ছে না। মাস্ক ছাড়াই অনেকে রাস্তায় বের হচ্ছেন। দিচ্ছেন নানা অজুহাত।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।