ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

ঢামেকে দ্বিতীয় দফায় করোনার টিকাদান শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
ঢামেকে দ্বিতীয় দফায় করোনার টিকাদান শুরু ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিক্যাল হাসপাতালে দ্বিতীয় দফায় করোনা টিকার কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে ৪টি বুথে টিকা নিয়েছেন অনেকেই।

 এসময় টিকা নিয়েছেন হাসপাতালের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবেশ চন্দ্র তালুকদার, নার্স আরিফুল হক টুটুলসহ আরও অনেকে। হাসপাতালে নার্সদের টিকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢামেক শাখা সভাপতি কামাল হোসেন পাটোয়ারী।

রোববার (০৭ জানুয়ারি) সকাল ১০টার সময় জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে দ্বিতীয় দফায় টিকার কার্যক্রম শুরু করা হয়।  

এর আগে ২৮ জানুয়ারি প্রথম টিকা কার্যক্রম শুরু করে ঢাকা মেডিক্যাল হাসপাতাল। ওই দিন ১২০ জনকে করোনা প্রতিরোধের ভ্যাকসিন দেওয়া হয়।

ঢাকা মেডিক্যাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে টিকার কার্যক্রম শুরু হয়েছে। এখানে চিকিৎসক-নার্স স্টাফরা সহ অনেকেই টিকা নিচ্ছেন। আমাদের টার্গেট হচ্ছে ৪০০ থেকে ৫০০ জনকে এই করোনার টিকা দেওয়া।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।