ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

বগুড়ায় পৌঁছেছে করোনার টিকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
বগুড়ায় পৌঁছেছে করোনার টিকা

বগুড়া: প্রথম ধাপে করোনা টিকার ১০ হাজার ৮০০ ভায়াল বগুড়ায় পৌঁছেছে। এসব ভায়ালে ১ লাখ ৮ হাজার করোনা টিকার ডোজ রয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে করোনা টিকার এসব ডোজ জেলায় পৌঁছে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা গাড়ি থেকে টিকা নামিয়ে নির্দিষ্ট কক্ষে সংরক্ষণ করেছেন।

টিকা পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।  

তিনি জানান, শুক্রবার সকালে প্রথম ধাপে টিকার ১০ হাজার ৮০০ ভায়াল বগুড়ায় পৌঁছেছে। এর মাধ্যমে ১ম ও ২য় ডোজসহ প্রায় ৫৪ হাজার জনগোষ্ঠীকে টিকা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটা জেলায় আগামী ৭ ফেব্রুয়ারি করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে বগুড়াতেও সারা দেশের মতো একই দিনে টিকা কর্মসূচি শুরু করা হবে।

জেলায় কারা প্রথমে টিকা পাবে জানতে চাইলে ডা. তুহিন বলেন, আমরা তালিকা তৈরির কাজ করছি।

বগুড়ায় গত বছরের ১ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। সেই থেকে এখন পর্যন্ত জেলায় ৯ হাজার ৮৬১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৫২৫ এবং মারা গেছেন ২৪৩ জন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।