ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ভীতি দূর করতেই স্বেচ্ছায় টিকা নিয়েছি: কনক কান্তি বড়ুয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
ভীতি দূর করতেই স্বেচ্ছায় টিকা নিয়েছি: কনক কান্তি বড়ুয়া বিএসএমএমইউয়ে টিকা কার্যক্রম, ছবি: জিএম মুজিবুর

ঢাকা: করোনা টিকা নিয়ে যে ভীতি কাজ করছে, তা দূর করতে স্বেচ্ছায় টিকা নিয়েছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা.কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, করোনার টিকা নিয়ে বিভ্রান্তি রয়েছে, মানুষের মধ্যে ভীতি কাজ করছে।

এ ভীতি দূর করতে স্বেচ্ছায় টিকা নিয়েছি।  

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে বিএসএমএমইউয়ে টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে এ কথা বলেন কনক কান্তি বড়ুয়া।

এসময় অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকা নিয়ে ভয় নেই, এটি নিরাপদ টিকা। যেকোনো টিকার পার্শ্বপ্রতিক্রিয়া থাকে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

** বিএসএমএমইউয়ে প্রথম টিকা নিলেন উপাচার্য কনক কান্তি বড়ুয়া

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।