ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

সিসিকে ৬ লাখের বেশি শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
সিসিকে ৬ লাখের বেশি শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

এবারের ক্যাম্পেইনে মহানগরীতে মোট ৬ লাখ ১৪ হাজার ১৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সিসিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী।

কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় সিলেট সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ডে ১৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করবে। ক্যাম্পেইন শুরু হবে ৪ অক্টোবর, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

সিলেট সিটি করপোরেশনের স্থায়ী-অস্থায়ী ও ভ্রাম্যমাণ মিলে মোট ২৪৭টি টিকাদান কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে শূন্য থেকে ৫৯ মাস বয়সের ৬ লাখ ১৪ হাজার ১৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন থেকে কোনো শিশু যাতে বাদ না পড়ে সেজন্য ‘মাইক্রোপ্ল্যান’ অনুসারে সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি ৪৯৪ জন স্বেচ্ছাসেবী ক্যাম্পেইনে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।