ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
৫০০ শয্যায় উন্নীত হচ্ছে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল  ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক অনুমোদন।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগমের সই করা (স্বাপকম/হাস-২/শয্যা-২/২০০৮-৮৩২ নং স্মারক) একটি চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।

ওই চিঠিতে বলা হয়, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ২৫০ শয্যা বিশিষ্ট ৫ম তলা ভবনে আরও ২৫০ শয্যা ভার্টিক্যাল এক্সটেনশনের মাধ্যমে ৫০০ শয্যায় উন্নীত করে এ সংক্রান্ত বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়মকানুন অবশ্যই পালন সাপেক্ষে সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন নিদের্শক্রমে দেওয়া হলো।  

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।