ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

মাগুরা জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
মাগুরা জেলা প্রশাসক করোনায় আক্রান্ত প্রতীকী ছবি

মাগুরা: মাগুরা জেলা প্র্রশাসক ডা. আশরাফুল আলম করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। বতমানে তিনি মাগুরা শহরের মহিলা কলেজ রোড এলাকায় বাসভবনে আইসোলেশনে আছেন।

বুধবার (২৯ জুলাই)  জেলা প্রশাসকসহ নতুন করে ২৪ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক ডা. আশরাফুল আলম নিজে বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকালে রিপোট পাওয়ার পর দুপুরে শহরের মহিলা কলেজ রোড  এলাকায় সরকারি বাস ভবনটি  লকডাউন করা হয়েছে। বতমানে তিনি ওই বাড়িতে আইসোলেশনে আছেন।  

করোনা পজিটিভ হলেও তার শারীরিক অবস্থা ভাল আছে বলে জানান জেলা সিভিল সাজন ডা. প্রদিপ কুমার সাহা।

এ পর্যন্ত মাগুরা জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪২০ জন, আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন, হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের এবং সুস্থ হয়েছেন ২৬৮ জন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad