ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

খুলনায় একদিনে ১৪৬ জনের করোনা শনাক্তের রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ২০, ২০২০
খুলনায় একদিনে ১৪৬ জনের করোনা শনাক্তের রেকর্ড

খুলনা: খুলনায় একদিনে ১৪৬ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে। এ নিয়ে খুলনায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪৬ জন।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও সিভিল সার্জনের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বাংলানিউজকে জানান, শনিবারে খুমেকের পিসিআর ল্যাবে ৩৭৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ৩৬২টি। এর মধ্যে ১৫৫টি রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে ১৪৬ জনই খুলনা জেলার। এছাড়া যশোরের রয়েছে এক জন, নড়াইলের দু’জন, বাগেরহাটের পাঁচ জন ও গোপালগঞ্জের একজন।

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমদে জানান, শনিবার দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ৮০০ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরও ১৪৬ জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪৬ জন।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২০, ২০২০
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।