ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

দিনাজপুর হাসপাতালের সহকারী পরিচালক করোনা আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুন ১৯, ২০২০
দিনাজপুর হাসপাতালের সহকারী পরিচালক করোনা আক্রান্ত

দিনাজপুর: দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. সিরাজুল ইসলাম (৪৩) করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় তিনিসহ নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ১১ জন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ জুন) রাত পর্যন্ত দিনাজপুর হাসপাতালের রিয়াল টাইম পলিমারেস চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়।

ফলাফলে ওই সহকারী পরিচালকসহ জেলার তিনটি উপজেলার ১১ জনের পজিটিভ আসে। এদের মধ্যে জেলা সদর উপজেলার ছয়, বিরামপুরের দুই ও চিরিরবন্দর উপজেলার তিনজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬৯ জনে।  

সিভিল সার্জন জানান, করোনা আক্রান্ত সহকারী পরিচালক ডা. মো. সিরাজুল ইসলাম বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়াও জেলার বিরামপুর উপজেলায় ২৪ ঘণ্টায় ১৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।