bangla news

সরকারি চাকুরেদের নমুনা সংগ্রহ-চিকিৎসা ফুলবাড়িয়া হাসপাতালে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৪ ৬:০০:৩৮ পিএম
বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সরকার।

ঢাকা: ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে ঢাকায় করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এ আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এজন্য হাসপাতালটিতে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে বলে বৃহস্পতিবার (০৪ জুন) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাসপাতালটিতে সংযুক্ত জনপ্রশাসনের উপসচিব মো. দিদারুল ইসলাম (মোবাইল: ০১৪০৪৪৩০৮১৮, ০১৮১৮০৩৩০১৭) নমুনা সংগ্রহ ও পরীক্ষার সমন্বয় করছেন।

কন্ট্রোল রুমে (০১৪০৪৪৩০৮১০, ই-মেইল: skhcovid19contro@gmail.com) এবং দায়িত্বরত চিকিৎসক নাজনীন জামান (০১৯১১৩৯৯৭৯৩), হাসিবুল ইসলাম (০১৭২১১৯২৯৯৩), ফারহানা সুলতানা (০১৭৪৮৬৪২৩৩৬) এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়াও বিশেষ প্রয়োজনে হাসপাতালের পরিচালক ও অতিরিক্ত সচিব মুহ. মাহবুবর রহমানের (মোবাইল: ০১৭১৫৬৩৫৯০৫) সঙ্গে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এমআইএইচ/এইচএডি

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-04 18:00:38